নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকায় পাকিস্তানি পণ্য আমদানি বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, “বর্তমানে ইউরোপীয়ান ইউনিয়নের ২৭টিসহ মোট ৩৭টি দেশ বাংলাদেশকে পণ্য রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। ইউরোপীয়ান ইউনিয়নভূক্ত ২৭টি দেশ মোট ৯ হাজার ৬৫৭টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিচ্ছে। এসব দেশে মোট ট্যারিফ লাইনের শতকরা হার ৯৯ দশমিক ৪ শতাংশ। এছাড়া আস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন পণ্য রপ্তানিতে কোটা ও শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এছাড়া ভারতে মাদক ও তামাক জাতীয় ২৫টি পণ্য ছাড়া সব পণ্য সাফটা চুক্তির আওতায় কোটা ও শুল্কমক্ত সুবিধা পাচ্ছে।”
সেলিম উদ্দিনের এক প্রশ্নে উত্তরে তোফায়েল আহমেদ বলেন, “২০১২-২০১৩ অর্থ বছরে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ পাঁচ হাজার আট'শ ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ছিলো। উক্ত ঘাটতি দূরীকরণে সরকার কর্তৃক কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন