অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পানির ওপর নির্ভর করবে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব। প্রয়োজনীয় পরিমাণ পানি দিলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরো বাড়বে। আজ বুধবার দুপুরে তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। ভারত সরকারের উদ্দেশে ফখরুল বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষকের ১০ হাজার কিউসেক পরিমাণ পানি প্রয়োজন। কিন্তু আপনারা মাত্র তিন হাজার ৪০০ কিউসেক পানি দিয়েছেন। এটি যথেষ্ট নয়। আমাদের ১০ হাজার কিউসেক পানি দেওয়া এবং পরেও তা অব্যাহত থাকলে বন্ধুত্ব সুদৃঢ় হবে। আর যদি পানি বৃদ্ধি না করা হয় তবে আরো কঠোর কর্মসূচির দিকে যাবে বিএনপি।
ফখরুল বলেন, তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। কিন্তু ভারত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাশের দেশের সঙ্গে কথা না বলে উজানে বাঁধ দিয়ে তিস্তাসহ বাংলাদেশের নদীগুলো মরুভূমিতে পরিণত করেছে। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সরকার তিস্তা চুক্তি করতে পারবে না। কারণ তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। তাই তিস্তা চুক্তির ব্যাপারে তাদের কোনো অধিকার নেই।
ফখরুল আরো বলেন, দেশ হিসেবে আমরা ছোট হতে পারি। কিন্তু অধিকার আদায়ে আমরা ১৬ কোটি মানুষ যখন একত্রিত হয়ে আন্দোলন শুরু করবো, তখন কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। মির্জা ফখরুল বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ লংমার্চে স্বেচ্ছায় যোগ দিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত যে, তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া এ দেশের মানুষের অধিকার। কিন্তু বর্তমান সরকারের এ যোগ্যতা নেই যে তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে পারবে।
বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
পানির ওপর নির্ভর ভারতের সঙ্গে বন্ধুত্ব : ফখরুল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন