শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

হিরনকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালের সাবেক মেয়র ও সদর আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হোসেন
হিরনকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার কিছু
পরে প্রধানমন্ত্রী শওকত হোসেন
হিরনকে দেখতে বসুন্ধরা আবাসিক
এলাকায় অবস্থিত
অ্যাপোলো হাসপাতালে যান।
এবং কিছু সময় অবস্থান করেন। তার
চিকিৎসার সর্বশেষ খোঁজখবরও
নিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন-
শিল্প মন্ত্রী আমীর হোসেন
আমু, স্থানীয় সরকার মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ,
জাতীয় পার্টির মহাসচিব রুহুল
আমীন, কেন্দ্রীয় আওয়ামীলীগ
নেতা জাহাঙ্গীর কবির নানক
এমপি, ইসহাক আলী খান পান্না,
এ্যাড. বলরাম পোদ্দার, এ্যাড.
আফজালুল করিম, এ্যাড .লস্কর নূরুল হক
প্রমূখ।
এর আগে শুক্রবার বেলা আড়াইটার
দিকে হাসপাতালে গিয়েছিলেন
এরশাদ। এ সময় তিনি চিকিৎসকদের
কাছ থেকে হিরণের শারীরিক
অবস্থার খোঁজ-খবর নেন ও
সেখানে থাকা হিরনের স্ত্রীসহ
সন্তানদের সান্তনা দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন