শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

শিক্ষা প্রতিষ্ঠানে ও সৌর বিদ্যুৎ স্থাপন করা হবে

নিজস্ব প্রতিবেদক:  শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য সুবিধাভোগকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেগুলো এর আওতামুক্ত থাকবে। ডিজিটাল বৈষম্য দূর করতে সরকার এ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ বিভাগে ফেব্রুয়ারিতে সোলার প্যানেল স্থাপনের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে মতামত দেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে (২০১২-১৬) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন তার দফতর বা সংস্থাকে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে এ পর্যন্ত গৃহীত প্রকল্প বা কর্মসূচির আওতায় সোলার প্যানেল স্থাপনসংক্রান্ত তথ্যাদি প্রেরণেরও অনুরোধ জানানো হয়েছে।
মাউশির দেয়া তথ্যানুযায়ী, সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা রয়েছে ৩১ হাজার ৭৬৭টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে বেসরকারি স্কুল রয়েছে ১৮ হাজার ৮৯০ ও মাদরাসা রয়েছে ৯ হাজার ৬০০টি। অন্যদিকে সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩২৭ ও মাদরাসা রয়েছে চারটি। এছাড়া বেসরকারি কলেজ রয়েছে ৩ হাজার ২৭৭ এবং সরকারি কলেজের সংখ্যা ২৭১টি।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সংশ্লিষ্ট সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যুৎবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ সরবরাহসহ আইসিটি শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন ২০ হাজার ৫০০ স্কুল, কলেজ ও মাদরাসায় এরই মধ্যে ইন্টারনেট, মডেম, মাল্টিমিডিয়া, ল্যাপটপ পাঠানো হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন শিক্ষককে এ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। অন্যদিকে উল্লেখিত সুযোগ-সুবিধা দেয়ার জন্য ৩ হাজার ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়া বর্তমান সরকারের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে সরকার সবকিছুই করবে। আইসিটি শিক্ষার উন্নয়নে এরই মধ্যে ২০ হাজার ৫০০ স্কুল, কলেজ ও মাদরাসায় ইন্টারনেট, মডেম, মাল্টিমিডিয়া, ল্যাপটপ পাঠানো হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তথ্য ও প্রযুক্তিসেবা পাচ্ছে না তাদের সবাইকে এ সেবার আওতায় নিয়ে আসা হবে। তাই সৌর বিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন