শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

প্রধানমন্ত্রী গাজীপুরে জাম্বুরির উদ্বোধন করবেন

নিজম্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আজ শনিবার গাজীপুরে যাচ্ছেন।
তিনি গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকের
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত নবম বাংলাদেশ ও প্রথম
সানসো স্কাউট জাম্বুরি-২০১৪
উদ্বোধন করবেন। সকাল ১০টায়
অনুষ্ঠিতব্য ওই উদ্বোধনীঅনুষ্ঠানেবাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবদুল করিমের
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ স্কাউটস এর
প্রধান জাতীয় কমিশনার ও
জাম্বুরি চিফ মো. আবুল
কালাম আজাদ ও
জাম্বুরি সাংগঠনিক কমিটির
সভাপতি হেদায়েতুল্লাহ আল
মামুন, এনডিসি। এ
উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক
প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশের বিভিন্নস্থান
থেকে স্কাউট, স্বেচ্ছাসেবক
ও স্কাউট কর্মকর্তাগণ প্রশিক্ষণ
কেন্দ্রে এসে পৌছেছেন।
জানা গেছে, আগামী ১১
এপ্রিল পর্যন্ত ৮ (আট)
দিনব্যাপি এ
জাম্বুরি অনুষ্ঠিত হবে। গতকাল
(শুক্রবার) থেকে শুরু হয় এ
জাম্বুরি। এবারের জাম্বুরির
থিম শান্তি ও সমপ্রীতির জন্য
স্কাউটিং। জাম্বুরিতে দেশ
বিদেশের প্রায় ৯ হাজার জন
স্কাউট, স্বেচ্ছাসেবক ও
স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ
করছেন। এর মধ্যে নেপাল,
শ্রীলংকা ও ভূটান
থেকে ২৭জন স্কাউট অংশগ্রহণ
করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন