শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, "এক মিনিট বা এক সেকেন্ডের জন্যও হয় তারপরও জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। কারণ তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।"

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যাচার’ এর প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, "শেখ মুজিবুর রহমান যদি ৭ মার্চের স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে পাকিস্তানের তৎকালীন স্বৈরশাসক ইয়াহিয়া খানের সাথে বৈঠক করতেন না। তিনি অবশ্যই পাকিস্তানকে স্বীকার করেন বলেই বৈঠক করেছেন।"

তিনি আরো বলেন, "জিয়াউর রহমানকে যারা রাষ্ট্রপতি স্বীকার করেন না তারা রাজাকার ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন। তাই এদের হাতে দেশ নিরাপদ নয়।"

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, "আওয়ামী লীগে যে মুক্তিযোদ্ধা একেবারেই নেই, তা নয়। আওয়ামী লীগে কিছু  মুক্তিযোদ্ধা আছে আর তারা হলো প্রবাসী মুক্তিযোদ্ধা।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন