নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া অভিযোগ
করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস, গুম-খুন
বেরে যায় এবং তাদের দোসররাই এগুলো করছে। তাই তারা এসব বন্ধ
করতে পারবে না। নির্দলীয়
সরকারের অধীনে নির্বাচনের
মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত
হলেই এসব বন্ধ হবে।
আজ বুধবার বিএনপির নেতৃত্বাধীন
জোটের শরিক দল জাতীয়
গণতান্ত্রিক পার্টির (জাগপা)
প্রতিষ্ঠাবার্ষিকীর
আলোচনা সভায়
খালেদা জিয়া এসব কথা বলেন।
রাজধানীর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে ওই
আলোচনার আয়োজন করা হয়।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের
অধীনে দ্রুত একটি নির্বাচনের
ব্যবস্থা করতে আলোচনায় বসার জন্য
সরকারের প্রতি আহ্বান জানান
খালেদা জিয়া। তিনি বলেন,
‘দেশের কী অবস্থা।
রাস্তা থেকে গাড়ি ছিনতাই
হয়ে যায়। গাড়ি থেকে মানুষ
তুলে নিয়ে যায়। স্বাধীনতার পর
পরও দেশে এ অবস্থা ছিল।’
আইনজীবী রফিক-উল হক ও সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের
উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্য
উল্লেখ করে বিএনপির
চেয়ারপারসন বলেন, তাঁদের
মতো মানুষও বলছেন, দেশে এখন কেউ
নিরাপদ নয়।
যুবলীগের নেতার
নির্দেশে ত্রিশালে জঙ্গি ছিনত
ঘটনা ঘটেছে—উল্লেখ
করে খালেদা জিয়া বলেন,
‘জঙ্গি পালিয়ে গেল, কানেকশন
পাওয়া গেল যুবলীগের নেতার
সঙ্গে। আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ—তাদের সম্পর্ক জঙ্গি, গুম,
খুনের সঙ্গে।’
বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
আ.লীগ ক্ষমতায় এলে দেশে গুম-খুন বেরে যায়: খালেদা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন