নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, "বর্তমান অবৈধ সরকার গোটা দেশকে একটি বধ্যভূমিতে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকারকে গুড়িয়ে দিয়ে মানুষের চলাচলের স্বাধীনতা ও জীবন-জীবিকার নিরাপত্তাকে দুর্বিসহ ও বিপন্ন করে তোলার পর এখন মানুষের জীবন নিয়ে বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে।
বুধবার রাত ১২ টায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
খালেদা জিয়া বলেন,"সরকার মানুষের শান্তি স্বস্তি এবং নির্বিঘে জীবন যাপনের সকল সুযোগ কেড়ে নিয়েছে। বর্তমান অবৈধ সরকার ভোটারবিহীন একতরফা নির্বাচন করার পরে জনমতকে আর তোয়াক্কাই করছে না। জনগণের রুদ্ররোষ থেকে বাঁচার জন্য তারা জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে গুম, খুন আর গুপ্ত হত্যার নৃশংস পথ অবলম্বন করেছে।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী প্রতিনিয়ত গুম, খুন, অপহরণ ও বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের দায় সরকার কোনো অবস্থাতেই এড়াতে পারবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে সাধারণ মানুষের জীবনে আজ আর কোনো নিরাপত্তা নেই।
বিএনপি চেয়ারপার্সন বলেন,"সরকার মানুষের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ হয়েছে। দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। দলীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের লালন করা হচ্ছে এবং অন্যদিকে বিরোধীদলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে নির্মমভাবে খুন, গুম ও অপহরণ করা হচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।"
সরকারের উদ্দেশ্যে তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, এই মুহূর্তে মরণঘাতি অপহরণ, গুম ও গুপ্ত হত্যা বন্ধ না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে। যারা এই সমস্ত ঘৃণ্য অপকর্মের সাথে জড়িত তাদের সকল হিসাবই জনগণের কাছে সংরক্ষিত আছে।
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন