অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম অপহরণ
মামলার প্রধান আসামি নূর
হোসেনের কার্যালয়ে ভাংচুর
করে আগুন দিয়েছে নজরুল সমর্থকরা।
বৃহস্পতিবার নজরুলের দ্বিতীয়
জানাজা শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান,
জানাজার পর কয়েকশ বিক্ষুব্ধ লোক
শিমরাইল মোড়ে ট্রাক
টার্মিনালের
ভেতরে একটি ভবনে নূর হোসেনের
কার্যালয়ে হামলা চালায়।
আগুনে কার্যালয়টি পুরোপুরি পুড়ে গেছে।
একই সময়ে ওই কার্যালয়ের
পাশে একটি যাত্রা প্যান্ডেলেও
আগুন দেয় বিক্ষুব্ধরা।
নারায়াণগঞ্জের পুলিশের
এডিসি শহিদুল ইসলাম বলেন, “নূর
হোসেনের কার্যালয়ের
সঙ্গে পাশের
একটি যাত্রা প্যান্ডেলেও আগুন
দেয়া হয়। কিন্তু এতে খুব
বেশি ক্ষয়ক্ষতি হয়নি।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের
উপ সহকারী পরিচালক এবিএম
মোস্তাক জানান, আগুনের খবর
পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে আগুন
নিভিয়ে ফেলেন।
নজরুল অপহরণের পরপরই
স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ৪
নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও
সিদ্ধিরগঞ্জ
থানা আওয়ামী লীগের
সহসভাপতি নূর হোসেন
এবং সিদ্ধিরগঞ্জ
থানা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক হাজী মো. ইয়াসিনের
বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
তার বক্তব্য অনুযায়ী, চলতি বছর
সিটি কর্পোরেশনের
একটি রাস্তা প্রশস্তকরণ
কাজকে কেন্দ্র করে নূর হোসেনের
ফুফাতো ভাই মোবারকের
সঙ্গে নজরুলের বিরোধ ও
বাগবিতণ্ডা হয়।
বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
প্রধান আসামি নূর হোসেনের কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন