শনিবার, ১০ মে, ২০১৪

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় আমার পরিবারের সম্পর্ক নেই: মায়া

নিজস্ব প্রতিবেদক: ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় আমার পরিবারের সঙ্গে কোন সম্পর্ক নাই ।
শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন।
তিনি বলেন, এ ঘটনার সাথে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন
সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের
সংবাদ পরিবেশিত হচ্ছে,
যা আমাকে ভীষণ মর্মাহত
করছে এবং পরিবারের সন্মানহানী করেছে।
মায়া বলেন, এ ঘটনা নিয়ে বিভিন্ন তদন্ত
সংস্থা তদন্ত শুরু করেছে। এ তদন্ত
কাজে যেন কোনভাবেই
প্রভাবিত না হয়, সে জন্য
আমি কোনো মন্তব্য করছি না।
তিনি বলেন, আমি বিশ্বাস
করি তদন্তে সত্য বের হবে।
নিহতের পরিবারের মতো আমিও
এ হত্যাকারীদের শাস্তি প্রত্যাশা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন