শুক্রবার, ৯ মে, ২০১৪

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের ৭ জনই বরিশালের

রিগান, বরিশাল প্রতিনি; বরিশালের
আগৈলঝাড়া উপজেলার পাঁচটি গ্রামে এখন শোকের মাতম চলছে। শুক্রবার
ভোররাতে রাজবাড়ীতে মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় নিহত দশজনের
সাতজনের বাড়ি আগৈলঝাড়ায়।
খবর পেয়ে শুক্রবার সকালে শোকার্ত
পরিবারগুলোকে সান্তনা দিতে ছুঁটে যান
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব
আবুল হাসানাত আব্দুল্লাহ।
শুক্রবার সকালে আগৈলঝাড়া থেকে ঢাকাগামী দুর্ঘটনাকবলিত গ্লোবাল পরিবহনের অপর একটি বাস হামলার আশঙ্কায় আগৈলঝাড়া থানা হেফাজতে রাখা হয়। জানা গেছে, শুক্রবার ভোর
রাতে ঢাকা থেকে আগৈলঝাড়াগামী গ্লোাবাল পরিবহনের সাথে ফরিদপুরের
রাজবাড়ীর বসন্তপুরের
মজলিসপুর নামক এলাকায় বিপরীত
দিক থেকে আসা ঢাকাগামী ঈগল
পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে গ্লোবাল পরিবহনটি দুমড়ে মুচরে যায়
এবং স্টাফ ও যাত্রীসহ মোট ১০জন
নিহত হয়। নিহতেরা হলেন- আগৈলঝাড়ার
উপজেলা আওয়ামীলীগ নেতা বাদশা হাওলাদারের পুত্র আমবৌলা গ্রামের
শামিউল বাশার সাফিন, ফুল্লশ্রী গ্রামের
শিক্ষানুরাগী পরেশ রায়, নাগরা গ্রামের জুয়েল ফকির, ছবিখাঁরপাড় গ্রামের রতন সরকার, পূর্ব পয়সা গ্রামের
নাসিমা বেগম ও তার ৬ মাসের
মেয়ে জান্নাত, কান্দিরপাড় গ্রামের নিপা হালদার। নিহত ৭ জনের বাড়ি বরিশালের
আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন
গ্রামে। মৃত্যুর সংবাদে ওই সব
বাড়িতে শোকের মাতম শুরু হয়।
শিক্ষানুরাগী পরেশ রায় ও
আ’লীগ নেতা বাদশা হাওলাদারের
ছেলে সাফিন হাওলাদারের
পরিবারকে সমবেদনা ও
সান্তনা দিতে ঢাকা থেকে ছুঁটে আসেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রণালয় বিষয়ক সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল
হাসানাত আব্দুল্লাহ্ এমপি।
এ সময় তার সাথে ছিলেন
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান
গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউছুফ মোল্লা,
গৌরনদী পৌর মেয়র হারিছুর
রহমান হারিছ প্রমুখ। দুর্ঘটনায়
নিহতের শোকাহত
পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন