নিজস্ব প্রতিবেদক: সমাবেশ করার
অনুমতি না পেলেও অপহরণের পর
প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত
সাতজনের স্বজনদের
সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ
যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া।
বুধবার তার নারায়ণগঞ্জ যাওয়ার
কথা রয়েছে। তবে এর
আগে সমাবেশ করার অনুমতি চেয়েও
পাননি তিনি।
সূত্র জানিয়েছে, প্রশাসনের
অনুমতি পেলে সমাবেশ করার
পরিকল্পনা রয়েছে বিএনপির।
অনুমতি না পেলে চেয়ারপারসনের
আগমন
উপলক্ষে বিএনপি সেখানে কোনো
সমাবেশ করবে না।
একের পর এক গুম, খুন ও অপহরণের
শিকার এ নগরটিতে ওই দিন সমাবেশ
করার জন্য সিটি করপোরেশন মেয়র ও
প্রশাসনের কাছে দুই দফা আবেদন
করে বিএনপি। কিন্তু
এখনো (শুক্রবার) পর্যন্ত তাদের
সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
খালেদা জিয়া নিহত ব্যক্তিদের
পরিবার পরিজনের খোঁজ খবর
নেবেন ও তাদের
সহানুভূতি জানাবেন
বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক
সম্পাদক ও নারায়ণগঞ্জ
জেলা সভাপতি অ্যাডভোকেট
তৈমুর আলম খন্দকার বলেন, গুম, খুন ও
অপহরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ
আসছেন খালেদা জিয়া। এ
লক্ষ্যে সিটি মেয়র ও প্রশাসনের
কাছে পৃথকভাবে দুই দফা আবেদন
করেও খালেদা জিয়ার
সমাবেশের জন্য
অনুমতি পাওয়া যায়নি।
বিএনপির দলীয় সূত্র জানায়,
নারায়ণগঞ্জ নগর ভবনের সামনের
চত্বরে প্রথমে সমাবেশ
করতে চেয়েছিল দলটি। বুধবার
জেলা সভাপতিসহ নেতারা এ
সমাবেশের
অনুমতি চেয়ে সিটি মেয়র
সেলিনা হায়াৎ আইভির
কাছে আবেদন করেন। কিন্তু
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির
কারণে অনুমতি দিতে অপরাগতা প্র
করেন মেয়র।
শনিবার, ১০ মে, ২০১৪
বুধবার নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন