রবিবার, ৪ মে, ২০১৪

সরাদেশ আজ মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে: খালেদা

নিজস্ব প্রতিবেদক; বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, “সারাদেশ আজ মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে। একদিকে মানুষ কাঁদছে, তাদের চোখে পানি। আরেক দিকে সরকারের গায়ে কেবল রক্ত আর রক্ত। রক্তের খেলায় মেতে উঠেছে সরকার।”

তিনি বলেন, “শুধু নারায়ণগঞ্জ নয়, আজ সারাদেশ মৃত্যুকূপে পরিণত হয়েছে।”

শনিবার রাজধানীর প্রেসক্লাবে দেশব্যাপী গুম-খুনের প্রতিবাদে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনের হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “সারাদেশ আজ হাহাকার করছে। চারদিকে মানুষের কান্না আর আহাজারি। কেউ কারো কথা শুনছে না।গুম-খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জবাসী হরতাল ডেকেছে। ৭ জন লোক গুম হলো, তাদের নদীতে ভাসিয়ে দেয়া হলো। ইট বেঁধে দেয়া হলো, যাতে পরিচয় না পাওয়া যায়।”

তিনি বলেন, গুমের ৭ দিন পর কেন আসামীর বাড়িতে অভিযান চালানো হলো। এ শহর মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে।

তিনি বলেন, “ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্নলীগ সারাদেশে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। গুম খুনের সঙ্গে এরা জড়িত। এ অবৈধ সরকার তাদের নিরস্ত্র করতে পারছে না।”

খালেদা জিয়া বলেন, “এ নির্বাচন প্রহসনের নির্বাচন। কারো কাছেই তা গ্রহণযোগ্য হয়নি। আন্দোলনে যাবার আগেই নির্দলীয় সরকারের অধীনে গ্রহযোগ্য নির্বাচন দিন। এ নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “আওয়ামালীগ অবৈধ সরকার। তারা দেশে অবৈধ কর্মকান্ড শুরু করেছে। সারা দেশে আজ হাহাকার। একদিকে একদলীয় শাসন আরেকদিকে শোষণ চলছে।”

বেগম জিয়া বলেন, সরকারের এই অন্যায় সুযোগ-সুবিধা নিয়ে ওই বিশেষ জায়গার পুলিশরা জনগণকে নির্যাতন-হয়রানি করছে। তারা মনে করছে, এই অবৈধ সরকার চিরদিন ক্ষমতায় থাকবে। কিন্তু তাদের মনে রাখা উচিত এই সরকার চিরদিন ক্ষমতায় থাকবে না।

সারাদেশে গুম-অপহরণ আর খুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছে। চারিদিকে এখন রক্ত আর রক্ত। দেশের মানুষের চোখে শুধু পানি আর পানি।”

খালেদা জিয়া বলেন, “সরকারের এসব অন্যায়-অত্যাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। সরকারকে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।”

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যাকাণ্ডে এরশাদ জড়িত বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি এ সময় তাদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করছেন মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন