রবিবার, ৪ মে, ২০১৪

গলাচিপায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৩, নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার
কলাগাঁছিয়া নদীতে লঞ্চডুবির
ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ -
তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৩
যাত্রী নিখোঁজ রয়েছেন
বলে জানা গেছে।
রোববার ভোরে উদ্ধার কাজ শুরু
হলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত
নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের
কর্মীরা আরও পাঁচজনের লাশ উদ্ধার
করেছে। এর আগে রাত
সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় প্রশাসন
ও এলাকাবাসী ৮ যাত্রীর লাশ
উদ্ধার করে।
পটুয়াখালীর জেলা প্রশাসক
অমিতাভ সরকার জানান,
খুলনা থেকে আসা নৌ-বাহিনীর
১০ জনের একটি দল রোববার ভোর
থেকে উদ্ধারকাজে যোগ
দিয়েছে। এছাড়া জেলা প্রসাশন,
ফায়ার সার্ভিসের
উদ্ধারকারী একটি দল ও স্থানীয়রাও
তাদের সাথে উদ্ধার
কাজে সহযোগিতা করছেন।
ভোরে নৌবাহিনী ও ফায়ার
সার্ভিসের
কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও
পাঁচ জনের লাশ উদ্ধার করেছে। এ
নিয়ে লাশের সংখ্যা দাঁড়াল ১৩-
তে।
নৌ-বন্দর কর্মকর্তা মোঃ বদরুল আলম
জানান, উদ্ধারকারী জাহাজ
হামজা ঝড়ের
কবলে পড়ে বরিশালের শ্রীপুর নামক
চরে আটকা পড়ায় ঘটনাস্থালে কখন
এসে পৌছবে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা।
লঞ্চডুবির ঘটনায় ঢাকার নৌ-সংরক্ষণ
বিভাগের পরিচালক মোহাম্মদ
হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের
একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব মোঃ আলাউদ্দিন ও গঠিত পাঁচ
সদস্যের তদন্ত
কমিটি সদস্যরা ঘটনাস্থল
পরিদর্শনে সেখানে রয়েছেন
বলে জানিয়েছেন জেলা প্রশাসক
ও নৌ-বন্দর কর্মকর্তা।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-
পরিদর্শক (এসআই) আব্দুল হালিম
জানান, এ পর্যন্ত ভাসমান অবস্থায়
শিশুসহ গুরুত্বর আহত ১২ জনকে উদ্ধার
করা হয়েছে।
এছাড়া লঞ্চটি নিমজ্জ্বিত হওয়ার
পর ১৫ জন
যাত্রী সাতরে তীরে উঠেছে বলে জানা গেছে।
তবে এখনও ১৩ জন যাত্রী নিখোঁজ
রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন