রবিবার, ৪ মে, ২০১৪

বরিশাল-৫ উপ- নির্বাচন: লবিংয়ে ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা

রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশাল-৫
আসনের উপ-নির্বাচনের তফসিল
ঘোষণার পর এ আসনে আওয়ামী লীগের টিকিট পেতে লবিং চালিয়ে যাচ্ছেন
মনোনয়ন প্রত্যাশীরা। প্রয়াত
সংসদ সদস্য শওকত হোসেন হিরণের
স্ত্রী জেবুন্নেসা হিরণসহ
একাধিক প্রার্থী এ আসনে দলীয়
মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান
করছেন। আওয়ামী লীগের পক্ষ
থেকে ইতোমধ্যে দলীয় মনোনয়ন
প্রত্যাশীদের জন্য আবেদন ফরম
বিক্রি শুরু করা হয়েছে। আর এ
আসনে আওয়ামী লীগের টিকিট
কে পাবেন তা নির্ধারিত
হবে আগামী ৮ মে।
স্থানীয়রা জানিয়েছেন,
বরিশাল-৫ (বরিশাল সদর) আসনের
উপ-নির্বাচনে এবার নৌকার হাল
ধরতে চাচ্ছেন প্রয়াত সংসদ সদস্য ও
বরিশাল সিটি করপোরেশনের
সাবেক মেয়র শওকত হোসেন
হিরণের
স্ত্রী (জেবুন্নেসা আফরোজ)
জেবুন্নেসা হিরণ। বরিশালের
স্থানীয় আওয়ামী লীগের
নেতারা জানিয়েছেন, প্রয়াত
মেয়র শওকত হোসেন হিরণের
স্মৃতি ধরে রাখতেই
জেবুন্নেসা হিরণকে নেতৃত্বের
আসনে বসাতে চান তারা। আর
বরিশালে হিরণ পরিবারের
জনপ্রিয়তাও রয়েছে শীর্ষ।
তবে জেবুন্নেসা হিরণ
ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দলীয়
মনোনয়ন
পাওয়া নিয়ে নেতাকর্মীদের
মধ্যে অনেকটা সংশয়ও রয়েছে।
আজ (রোববার) আওয়ামী লীগের
ধানমন্ডিস্থ কার্যালয়
থেকে জেবুন্নেসা হিরণের
পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
করেছেন বরিশাল মহানগর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এডভোকেট আফজালুল করিম।
এছাড়া এ আসনে দলীয় মনোনয়ন
পেতে চান
মহিলা আওয়ামী লীগের
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড
মোর্শেদা বেগম লিপি।
তিনি বরিশালের স্থানীয়
নেতাদের সঙ্গে নিয়মিত
যোগাযোগ রক্ষা করে চলেছেন।
আবার কেন্দ্রীয় রাজনীতির
সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায়
দলের নীতিনির্ধারকদের সঙ্গেও
রয়েছে তার ভালো সম্পর্ক।
তাছাড়া আওয়ামী লীগ
নেতা আবুল হাসনাত আবদুল্লাহর
ছেলে সাদেক আবদুল্লাহ, মাহবুব
উদ্দিন (বীর বিক্রম),
অগ্রণী ব্যাংকের পরিচালক
বলরাম পোদ্দার ও কর্নেল জাহিদ
খান ফারুক এ আসন থেকে দলীয়
মনোনয়ন চাইবেন বলেও
জানা গেছে। তবে শেষ পর্যন্ত
বরিশাল আওয়ামী লীগের
কাণ্ডারী কে হবেন
তা নির্ধারিত হবে আগামী ৮
মে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওই দিন
আওয়ামী লীগ সভাপতি ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সরকারি বাসভবন
গণভবনে আওয়ামী লীগের
সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন
প্রত্যাশীদের সাক্ষাৎকারগ্রহণ
করা হবে। পরে সংসদীয় বোর্ডের
সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত
করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন