রবিবার, ১১ মে, ২০১৪

র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

অনলাইন ডেস্ক: চাকরিচ্যুত র্যাব-১১ এর সাবেক কমান্ডারসহ তিন
কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। hরোববার এক রিট আবেদনের
প্রাথমিক
শুনানিকরেবিচারপতি মির্জাহোসেইন
হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ
আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিবকে অবিলম্বে এজন্য
পদক্ষেপ নেয়ার নির্দেশ
দিয়েছে আদালত।
ওই তিন কর্মকর্তা হলেন- র্যাব-১১ এর
সাবেক কমান্ডার লেফটেন্যান্ট
কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর
আরিফ হোসেন এবং নৌবাহিনীর
লেফটেন্যান্ট কমান্ডার এমএম
রানা। এদের মধ্যে তারেক সাঈদ
ত্রাণ ও দুর্যোগ
ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল
হোসেন চৌধুরী মায়ার জামাতা।
হাই কোর্টের আদেশে বলা হয়,
চাকরি থেকে বরখাস্ত হওয়া ওই তিন
কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধি বা অন্য
কোনো বিশেষ আইনে কোনো অভিযোগ
পাওয়া না গেলে তাদের ৫৪
ধারায় গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্যও
নির্দেশনায় বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন