অনলাইন ডেস্ক: রাজবাড়ী ও
ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায়
মহিলা ও শিশুসহ ১২ জনের
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রথম দুর্ঘটনাটি হয় রাজবাড়ী সদর
উপজেলার দৌলতদিয়া-
খুলনা মহাসড়কের বসন্তপুরে।
সেখানে দুটি বাসের
মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ
১০ জন যাত্রীর মৃত্যু হয়।
অপর দুর্ঘটনাটি ঘটে ফরিদপুরের
কোমরপুর এলাকায়।
একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ
হারিয়ে একটি গাছের
গায়ে আছড়ে পড়ে।এতে মারা যান
দুইজন।
দুটি দুর্ঘটনাই ঘটে শুক্রবার
ভোর রাতে। শুক্রবার
ভোররাত পৌনে ৪টার
দিকে রাজবাড়ী সদর উপজেলার
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের
বসন্তপুরে দুটি বাসের
মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ
১০জন যাত্রীর মৃত্যু হয়।আহত হন অন্তত ৪০
জন।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়
হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ
নাজিম উদ্দিন খান এ-তথ্যের
সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,
ঢাকা থেকে বরিশাল
অভিমুখী গ্লোবাল পরিবহনের
(পাবনা ব-১১-০০১২) একটি বাসের
সঙ্গে খুলনা থেকে ঢাকার
উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈগল
পরিবহনের (ঢাকা মেট্রো-
ব-১৪-১৬০৫) একটি বাসের
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতাল ও রাজবাড়ী সদর
হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের নাম
পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন
গ্লোবাল পরিবহনের সুপারভাইজার
বাবু ফকির (৪০), হেল্পার মোহাম্মদ
জুয়েল (৩৫), কাউন্টার মাস্টার পরেশ
ও ওই বাসের যাত্রী আফসার (৩৫)।
বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের
মুন্সিবাজারে।আফসারের
বাড়ি ফরিদপুরে বলে জানা গেল
এলাকারনাম নির্দিষ্ট
করে জানা যায় নি। বাকি দু’জনের
বাড়ি বরিশালে বলে বাংলানি
গ্লোবাল পরিবহনেরই অন্য
একটি বাসের হেল্পার আলমাস
খান।
শুক্রবার, ৯ মে, ২০১৪
ফরিদপুর ও রাজবাড়ী সড়ক দুর্ঘটনায় নিহত ১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন