জেএম মাসুদ,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর আজিমুদ্দিন
হাজীরকান্দি গ্রামের গার্মেন্টস কর্মী রুবেল ফরাজী (২৪) আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে বাড়ির পাশের আম
গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিবচর
থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার
করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
রুবেল ফরাজী বড় কেশবপুর
আজিমুদ্দিন হাজীরকান্দি গ্রামের
আলেম ফরাজী মেজ ছেলে।
তিনি রাজধানীর জুরাইনের
একটি গার্মেন্টস কারাখানায়
চাকরি করতেন।
লাশটি উদ্ধার করে মাদারীপুর
হাসপাতালের
মর্গে পাঠিয়েছে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত
হোসেন জানান, মৃতদেহটি উদ্ধার
করে মর্গে পাঠানো হয়েছে। তার
শরীরের আঘাতের কোনো চিহ্ন
পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে,
অভিমান থেকে এ আত্মহত্যার ঘটনা।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন
না পেয়ে কিছুই বলা যাচ্ছে না।
শুক্রবার, ৯ মে, ২০১৪
শিবচরে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন