সোমবার, ৫ মে, ২০১৪

হেফাজতি তাণ্ডবের বর্ষপূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার
শাপলা চত্বরে হেফাজতি তাণ্ডবের
এক বছর পূর্ণ হলো। হেফাজতের
বিরুদ্ধে দায়ের করা ৪২ মামলার
কোনো অগ্রগতি নেই। এই মামলার
ফাইল খুললে আন্দোলনের ইস্যু
তৈরি হতে পারে এমন
আশংকা থেকে তদন্ত
সংশ্লিষ্টরা চুপ করে আছেন।
তাণ্ডবের ঘটনায় তদন্ত শেষ
করতে না পারায় এক বছরেও
অভিযোগপত্র (চার্জশিট)
দিতে পারেনি পুলিশ। সাক্ষ্য-
প্রমাণের
বিষয়কে সামনে রেখে ওইসব
মামলার তদন্ত শেষ না হওয়ায়
তা সম্ভভ
হয়নি বলে দাবি করেছেন পুলিশ
কর্মকর্তারা।
অনুসন্ধানে জানা গেছে, গত
বছরের ৫
মে রাজধানীতে হেফাজতের
তাণ্ডবের ঘটনায় করা ৪২ মামলায়
আসামির সংখ্যা অর্ধ লাখ। ব্লগার
ইস্যুসহ ১৩ দফা দাবিতে ওই দিন
মতিঝিলের
শাপলা চত্বরে মহাসমাবেশের
ডাক দিয়েছিল
হেফাজতে ইসলাম।
একই দিন হেফাজতের তাণ্ডব
ঢাকার
বাইরে ছড়িয়ে পড়লে বিভিন্ন
মামলায় আসামি করা হয় আরও
প্রায় এক লাখ হেফাজত কর্মীদের।
আসামিদের অবস্থান
এবং রাজনৈতিক গতি-
প্রকৃতি জানার পরও তদন্ত সম্পন্ন
করতে তেমন কোনো আগ্রহ নেই
সংশ্লিষ্টদের।
তদন্ত বিলম্ব করার
পেছনে আইনশৃংখলার বিষয়টিও
বিবেচনায় আনা হয়েছে। এ
মুহূর্তে তদন্ত শেষ
করে অভিযোগপত্র
দিলে পরিস্থিতি অস্থিতিশীল
হতে পারে এমন আশংকার
বিষয়টিও মাথায় রেখেছেন তদন্ত
সংশ্লিষ্টরা।
ঢালাওভাবে আসামির নাম
অন্তর্ভুক্ত না করে প্রকৃত
আসামিদের আইনের আওতায়
আনতে যাচাই-বাছাই চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন