নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের
উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত শুক্রবার দুপুরে রাজধানীর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনা সভায়
তিনি নারায়ণগঞ্জের ৭ খুনের মামলা দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, “আমি আগেও
বলেছি এখন আবার বলছি এই
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের
সাথে জড়িতদের গেপ্তার
করে দ্রুতবিচারের আওতায়
আনা হোক। আওয়ামী লীগ এই হত্যার দায় নেবে না মন্তব্য করে সুরিঞ্জত বলেন,
যে বা যারাই এই ঘটনার
সাথে জড়িত থাকুক না কেন,
সে যতই শক্তিশালী হোক
না কেন এর দায় আওয়ামী লীগ
নেবে না। নিরপেক্ষ তদন্ত
করে সুষ্ঠু বিচার করা হবে।
অনেক বড় রুই
কাতলা পড়ে গেছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, রুই
কাতলারা পড়ে গেলে নূর হোসেনও গ্রেপ্তার হবে বলে মনে করি। তবে ন্যায়
বিচারের স্বার্থে সুষ্ঠু ও
নিরপেক্ষ তদন্ত করতে হবে।
সুরঞ্জিত বলেন, বিএনপি বলেছে র্যাব রাখার প্রয়োজন নেই। অথচ তারাই র্যাব
তৈরী করেছে, তাদের স্বাধীনতা পুরুষ্কারও
দিয়েছেন। এখন বলছে এই র্যাব
রাখার প্রয়োজন নেই। তিনি বলেন, আপনাদের সুবিধা হলে এক কথা আর
অসুবিধা হলে আরেক কথা।
বিএনপির
সমালোচনা করে তিনি বলেন,
আপনারা নারায়ণগঞ্জে সভা করতে চেয়েছেন।
এখন সভা করার সময় না। এখন এর
সুষ্ঠু তদন্ত করে বিচার
করা পয়োজন। আপনারা এই ঘটনার
বিচারে আমাদের সহায়তা করবেন
বলে আমি আশা করি।
শুক্রবার, ৯ মে, ২০১৪
নারায়ণগঞ্জের ৭ খুনের মামলা দ্রুতবিচার আইনে বিচারের পরামর্শ সুরঞ্জিতের
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন