নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপ
খালেদা জিয়াসহ দলের নেতা-
কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’
প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের
মুক্তি দাবিতে চলছে দেশব্যাপী ব
‘গণঅনশন‘ কর্মসূচি।
ঢাকা মহানগর বিএনপির
উদ্যোগে কেন্দ্রীয়ভাবে জাতীয়
প্রেসক্লাবের সামনে পালিত
হচ্ছে এ কর্মসূচি। তবে, রোববার
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ
কর্মসূচির সাড়ে পাঁচ ঘণ্টায়ও
বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতাকেই
দেখা যায়নি। সেই
ধারাবাহিকতায়
গণঅনশনে বেলা দুইটার পর যোগ
দিতে দেখা গেছে মহানগর
বিএনপির বিভিন্ন শাখার
নেতাকর্মীদের।
টানা সাত ঘণ্টার এ অনশন
কর্মসূচি চলবে ৫টা পর্যন্ত। দলের
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীরের
ঘোষণা অনুযায়ী কিছুক্ষণ পরই
গণঅনশনে সংহতি জানাতে প্রেসক্
দলের চেয়ারপারসন খালেদা।
খালেদার বিকেলে যোগ দেওয়ার
কথা থাকলেও দুপুর সোয়া ২টা পর্যন্ত
বিএনপির স্থায়ী কমিটি, ভাইস
চেয়ারম্যান, চেয়ারপারসনের
উপদেষ্টা কমিটির
হাতে গোনা কিছু সদস্যকেই কেবল
অনশনস্থলে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়,
খালেদা জিয়া, মির্জা ফখরুল,
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত
সালাউদ্দিন কাদের চৌধুরীসহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ১৯
জন। এদের মধ্যে প্রয়াত হয়েছেন
সাবেক মহাসচিব খোন্দকার
দেলোয়ার হোসেন। আর
কারাগারে রয়েছেন ড. খন্দকার
মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র
রায়। বিএনপির ভাইস চেয়ারম্যান
রয়েছেন ৩৫ জন, আর
চেয়ারপারসনের
উপদেষ্টা কমিটিতে রয়েছেন ২৬
জন সদস্য।
অথচ দুপুর সোয়া ২টা পর্যন্ত
অনশনস্থলে উপস্থিত হন
স্থায়ী কমিটির সদস্যদের
মধ্যে কেবল ড. মঈন খান,
এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার
জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ,
ও মির্জা আব্বাস। ভাইস
চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত হন
ভাইস চেয়ারম্যান মেজর (অব)
হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ
আল নোমান, সেলিমা রহমান,
শমসের মোবিন চৌধুরী ও
চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আর
চেয়ারপারসনের উপদেষ্টাদের
মধ্যে উপস্থিত হন ড. ওসমান ফারুক,
ব্যারিস্টার শাহজাহান ওমর,
শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ
হোসেন ও অ্যাডভোকেট জয়নাল
আবেদীন।
মঞ্চে সোয়া ২টা পর্যন্ত দেখা যায়
সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব
দুলু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ
আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক
ও যুবদলের সভাপতি সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার
বিষয়ক সম্পাদক জয়নুল আবদিন ফারুক,
মহিলা দলের
সভাপতি নূরে আরা সাফা, সাধারণ
সম্পাদক শিরীন সুলতানা,
স্বেচ্ছাসেবক দলের সাধারণ
সম্পাদক মীর সরফত আলী সপু,
ছাত্রদলের ভারপ্রাপ্ত
সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম
ওবায়দুল হক নাসির, ওলামা দলের
সভাপতি হাফেজ আবদুল মালেক,
সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল
হক প্রমুখকে
রবিবার, ৪ মে, ২০১৪
বিএনপির জ্যেষ্ঠ নেতারাই 'গণঅশনে' নেই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন