রবিবার, ৪ মে, ২০১৪

মীর কাশেম আলীর যুদ্ধাপরাধের রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে
জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলার রায় ঘোষণা করা হবে যেকোনো দিন। রোববার মামলার সর্বশেষ ধাপ
যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ
হওয়ায় মামলাটির রায় অপেক্ষমাণ
(সিএভি) রেখেছেন আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার
আসামিপক্ষে আইনি পয়েন্টে যুক্তি
উপস্থাপন শেষ করেন মীর কাশেম
আলীর আইনজীবী ব্যারিস্টার
তানভীর আহমেদ আল আমীন। এর পর
আসামিপক্ষের জবাবে পাল্টা ও
সমাপনী যুক্তি উপস্থাপন করেন
প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন
আফরোজ।
এর মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম
শেষ হলে আইন
অনুসারে মামলাটি রায়ের জন্য
অপেক্ষমাণ রেখে দেন চেয়ারম্যান
বিচারপতি ওবায়দুল হাসানের
নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গত ২৯ ও ৩০ এপ্রিল এবং রোববার
মীর কাশেম আলীর পক্ষে ৩
কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন
করেন তার আইনজীবী ব্যারিস্টার
তানভীর আহমেদ আল আমীন ও
অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
আসামিপক্ষ মীর কাশেম আলীর
বিরুদ্ধে ১৪টি অভিযোগের
মধ্যে ১২ অভিযোগের
বিষয়ে ঘটনাভিত্তিক
এবং আইনি পয়েন্টে যুক্তিতর্ক
উপস্থাপন করেছেন। ১ ও ৫ নম্বর
অভিযোগে প্রসিকিউশনের
সাক্ষী না থাকায় যুক্তিতর্ক
উপস্থাপন করেননি আসামিপক্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন