রবিবার, ১১ মে, ২০১৪

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন। মতিয়া চৌধুরী এ সময় নিহতদের পরিবারের সদস্যদের
সান্ত্বনা দেন এবং ঘাতকদের
দৃষ্টান্তমূলক শাস্তির
প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রীর পক্ষ
থেকে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ সময়
বলেছেন, ‘নারায়গঞ্জে সাত
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত
করে দোষীদের আইনের আওতায়
এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’
এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা মর্মাহত বলেও
তিনি জানান।
রবিবার সকালে নারায়ণগঞ্জের
প্যানেল মেয়র নজরুল ইসলাম ও
জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ
নিহত সাতজনের বাসায় যান
মতিয়া চৌধুরী। সেখানে নিহত
স্বজনদের
সঙ্গে দেখা করে তিনি এসব
কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রীর
সঙ্গে নারায়ণগঞ্জের
জেলা প্রশাসক আনিসুর রহমান
মিয়া, পুলিশ সুপার খন্দকার মুহিদ
উদ্দিন প্রমুখ ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন