নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন। মতিয়া চৌধুরী এ সময় নিহতদের পরিবারের সদস্যদের
সান্ত্বনা দেন এবং ঘাতকদের
দৃষ্টান্তমূলক শাস্তির
প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রীর পক্ষ
থেকে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ সময়
বলেছেন, ‘নারায়গঞ্জে সাত
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত
করে দোষীদের আইনের আওতায়
এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’
এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা মর্মাহত বলেও
তিনি জানান।
রবিবার সকালে নারায়ণগঞ্জের
প্যানেল মেয়র নজরুল ইসলাম ও
জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ
নিহত সাতজনের বাসায় যান
মতিয়া চৌধুরী। সেখানে নিহত
স্বজনদের
সঙ্গে দেখা করে তিনি এসব
কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রীর
সঙ্গে নারায়ণগঞ্জের
জেলা প্রশাসক আনিসুর রহমান
মিয়া, পুলিশ সুপার খন্দকার মুহিদ
উদ্দিন প্রমুখ ছিলেন।
রবিবার, ১১ মে, ২০১৪
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন