রিগান, বরিশাল প্রতিনিধি: আরেকটি মুক্তিযুদ্ধের
জন্য
প্রস্তুতি নিতে নেতাকর্মীদের
আহ্বান জানিয়েছেন বিএনপির
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও
বরিশাল মহানগর বিএনপির
সভাপতি আ্যাডভোকেট মজিবর
রহমান সরোয়ার।
আজ দুপুরে প্রয়াত
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
৩৩তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে উজিরপুর
উপজেলা বিএনপি আয়োজিত এক
আলোচনা সভায় তিনি এই আহ্বান
জানান। তিনি আরো বলেন,
‘দেশে কোনো গণতন্ত্র নেই।
গণতন্ত্র
ফিরিয়ে আনতে রাজপথে আরেকটি মুক্তিযুদ্ধের
জন্য প্রস্তুতি নিতে হবে।’
মজিবর রহমান বলেন, ‘জিয়াউর
রহমান মুক্তিযুদ্ধের ডাক
দিয়েছিলেন। তার
ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম
তাই তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন
শেষে ব্যারাকে ফিরে গেছেন।’
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু
হত্যা মামলার
আসামি করা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর
বক্তব্যের প্রতি ইঙ্গিত
করে তিনি বলেন, ‘জিয়াউর
রহমানের জনপ্রিয়তাকে আ’লীগ
ভয় পায়। সে কারণে এখন
তাকে নিয়ে প্রধানমন্ত্রী বেফাঁস
মন্তব্য করছেন।
জিয়া বেঁচে থাকলে প্রধানমন্ত্রী তার
সমালোচনা করতে পারতেন না।
তার কারণেই প্রধানমন্ত্রী আজ
রাজনীতি করার সুযোগ
পেয়েছেন।
মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
আরেকটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন: সরোয়ার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন