মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

সংসদে সবাইকে কাঁদালেন শামীম ওসমান

নিজম্ব প্রতিকেদক: জাতীয় সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন কাঁদলেন শামীম ওসমান। তার বক্তব্যে জাতীয়
সংসদে শোকের ছায়া নেমে আসে। এ সময় শামীম ওসমানের সঙ্গে অধিবেশনে উপস্থিত
অধিকাংশ সাংসদ
কেঁদে ফেলেন। মঙ্গলবার
বিকেলে বাজেট অধিবেশনের
শুরুতে শামীম ওসমান তার ভাই সদ্য
প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যু
নিয়ে সংসদে এ বক্তব্য দেন।
শামীম ওসমান তার বক্তব্যে বলেন,
‘‘আমার এই ভাইয়ের টাকা-পয়সার
কোনো লোভ ছিল না।
তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন।
দেশকে ভালবাসতেন। দেশের
সেবায় সব সময়
নিজেকে নিয়োজিত রাখতেন।
বড়ই ভাল মানুষ ছিলেন তিনি’’।
এ সময় তিনি বলেন, ‘‘আমার ভাই
(নাসিম) একদিন
আমাকে ডেকে বললেন শামীম
শোনো, এই
দেখো প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আমাকে একটি কুরআন
শরীফ উপহার দিয়েছেন। এ সময়
তাকে অনেক উৎফুল্ল ও
হাসিখুশি দেখাচ্ছিল’’। তার এ
বক্তব্য শুনে সংসদে শোকের
ছায়া নেমে আসে।
অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ
সময় প্রধানমন্ত্রী গালে হাত
দিয়ে বসেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন