শুক্রবার, ৬ জুন, ২০১৪

শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলুন: পর্যটনমন্ত্রী

নিজম্ব প্রতিবেদক: পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শিশুদের
অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার
আহ্বান জানিয়েছেন
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব
মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর ও
যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের ৪০ বছর
পূর্তি উৎসবের
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, এ সরকার
বাজেটে শিশুদের জন্য উপযুক্ত বরাদ্দ
দিয়েছে। সরকার শিশু পাচার
রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর
শিশুরা যেন রাজনৈতিক সহিংসতার
শিকার না হয়-
সেদিকে সবাইকে সজাগ থাকার
আহ্বান জানান মন্ত্রী।
চাঁদের হাটের ৪০ বছর পূর্তি উৎসবের
শুরুতে সকাল ৯টায় জাতীয় পতাকা ও
সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য
দিয়ে উৎসবের সূচনা হয়। এর পর উৎসবের
উদ্বোধন করেন বেসামরিক বিমান
চলাচল ও পর্যটনমন্ত্রী। পরে একটি আনন্দ
শোভাযাত্রা প্রেস ক্লাব থেকে শুরু
হয়ে দোয়েল চত্বর ঘুরে জাতীয় প্রেস
ক্লাবে এসে শেষ হয়।
পরে স্মৃতিচারণে অংশ নেন চাঁদের
হাটের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পৃক্ত
বিশিষ্টজনরা।
উৎসবে ৬ জন
বিশিষ্টজনকে সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক
শিশুসাহিত্যিক, ছড়াকার রফিকুল হক
দাদু ভাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
চাঁদের হাটের চেয়ারম্যান
মোঃ জাকারিয়া পিন্টু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন