রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার
টরকী বন্দরে ভয়াবহ
অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ও
৩টি দোকান, ৩টি বাসা আংশিক
ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দিবাগত
গভীর রাতে টরকী বন্দরের ছাগল
হাটে এই অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। বন্দরের ব্যবসায়ী ও
গৌরনদী ফায়ার স্টেশন
সূত্রে জানা গেছে, উপজেলার
টরকী বন্দর হাগল হাটে গতকাল বুধবার
দিবাগত রাত পৌনে ১টার
দিকে মিরন সরদারের
মুদি দোকান থেকে শর্ট
সার্কিটের মাধ্যমে আগুনের
সূত্রপাত ঘটে। মুহুর্তের
মধ্যে আগুনের লেলিহান
শিখা ২৫-৩০ ফুট উচ্চতায়
উঠে চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার
ষ্টেশনের
একটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়
ব্যবসায়ীদের সহায়তায়
ফায়ারকর্মীরা চেষ্টা চালিয়ে ভোররাত
৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে শামীম খান, সান্টু
শরীফ, টুকু শরীফ, মিরন সরদার, লিটু
মিয়ার দোকান সম্পূর্ণ ও নান্নু খান,
চঞ্চল মাঝির দোকান, শাহাবুব
শরীফের বাসা, লিটু মিয়ার
বাসা, শামীম খানের
বাসা আংশিক ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
গৌরনদী উপজেলার টরকী বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন