বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

বাউফল পৌরসভার সাবেক মেয়র কাজী ফরিদুজ্জামান ( টিপু) ইন্তেকান করেছেন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফল পৌরসভার প্রথম নির্বাচিত
মেয়র কাজী ফরিদুজ্জামান
টিপু(৬০ ) আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদ
যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার
শ্যামলীস্থ বাস ভবনে ইন্তেকাল
করেছেন।
(ইন্নালিল্লাহি . . রাজিউন ) তিনি স্ত্রী ,
দুই ছেলেসহ অসংখ্য
গুনগ্রহী রেখে গেছেন। কাজী ফরিদু
জ্জামান টিপুর মৃত্যুতে জাতীয়
সংসদের সরকার দলীয় চীফ হুইপ ও
বাউফলের এমপি আসম ফিরোজ,
বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাউফল
উপজেলা বিএনপির
সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক
আহমেদ তালুকদার ,
উপজেলা পরিষদের চেয়ারম্যান
ইঞ্জিনিয়ার মজিবুর রহমান . বাউফল
পৌরসভার বর্তমান মেয়র জিয়াউল হক
জুয়েল, উপজেলা আওয়ামী লীগের
সাধারন সম্পাদক মোতালেব
হাওলাদার, উপজেলা বিএনপির
সাধারন সম্পাদক সহিদুর রহমান
তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের
পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন