সোমবার, ২ জুন, ২০১৪

কাল শুরু হচ্ছে বাজেট অধিবেশন

নিজম্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন
বিকাল ৫ টায় শুরু হচ্ছে।
এটি হবে দশম জাতীয় সংসদের
দ্বিতীয় অধিবেশন।
এ অধিবেশনের তৃতীয়
কার্যদিবসে আগামী ৫ জুন
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
'২০১৪-১৫' অর্থবছরের বাজেট পেশ
করবেন। গত ৫ জানুয়ারির সংসদ
নির্বাচনের মাধ্যমে এক
নাগাড়ে দ্বিতীয়
মেয়াদে ক্ষমতায় আসার পর
বর্তমান আওয়ামী লীগ সরকারের
এটি হবে প্রথম বাজেট। এর
আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর
অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের
মাধ্যমে ক্ষমতায়
এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বাধীন মহাজোট সরকার
২০১৩ সাল পর্যন্ত
সংসদে পাঁচটি বাজেট পেশ
করেছিল।
এ ছাড়া এ বাজেট হবে দেশের
৪৩তম বাজেট এবং আওয়ামী লীগ
সরকারের ১৫তম বাজেট। আর
অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল
আব্দুল মুহিতের অষ্টম বাজেট।
অর্থমন্ত্রী ঐদিন (৫ জুন) ২০১৩-১৪'
অর্থবছরের সম্পুরক বাজেটও পেশ
করবেন।
ইতোমধ্যেই
অর্থমন্ত্রী আগামী অর্থবছরের
বাজেটের আকার কত হবে তার
ঈঙ্গিত দিয়েছেন। তিনি বলেন,
২০১৪-১৫ অর্থবছরের বাজেটের
আকার ২ লাখ ৫০ হাজার
কোটি টাকার মধ্যে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন