নিজম্ব প্রতিবেদক: আগামী ৯ জুন
সারা দেশে প্রতিবাদ সমাবেশ
কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন
১৯ দলীয় জোট। বৃহস্পতিবার
দুপুরে নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম
মহাসচিব রুহুল কবির রিজভী এ
কর্মসূচি ঘোষণা করেন। সারা দেশে গুম, হত্যা ও অপহরনের জন্য এই প্রতিবাদ।দশম জাতীয়
নির্বাচনের পর এই প্রথম
জোটগতভাবে কর্মসূচি ঘোষণা করল
বিএনপি। রিজভী আহমেদ বলেন,
র্যাবকে গঠন করা হয়েছিল জনগণের
জান-মাল রক্ষা ও নিরাপত্তার
জন্য। কিন্তু এ 'অবৈধ' সরকার
র্যাবকে কিলিং স্কোয়াডে পরিণত
করেছে।
এ সময় সম্প্রতি প্রধানমন্ত্রীর
দেওয়া বক্তব্যের
সমালোচনা করে তিনি বলেন,
রক্ত ঝরানো জনপদ নারায়ণগঞ্জের
মানুষ যার নামে শুনলে গভীর ঘুমের
মধ্যেও অাঁতকে উঠে, তাকেই যখন
প্রধানমন্ত্রী মাতৃস্নেহে আশ্রয়
দিয়েছেন। এটা জাতির জন্য চরম
দুর্ভাগ্য। ফেনীর নিজাম
হাজারী, লক্ষীপুরের আবু তাহেরও
প্রধানমন্ত্রীর স্নেহে লালিত-
পালিত হচ্ছে। তথ্যমন্ত্রী হাসানুল
হক ইনুকে উদ্দেশ্যে বলেন, নিজের
পাতে ক্ষমতার সামান্য একটু ঝোল
ঢেলে নিতে ইনুর মতো মন্ত্রী ও
নেতারা এতটাই উন্মত্ত,
বিপথগামী যার ফলে এখন তাদের
চৈতন্য লোপ পেয়ে গেছে।
শুক্রবার, ৬ জুন, ২০১৪
৯ জুন সারাদেশে ১৯ দলের বিক্ষোভ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন