মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

দুর্নীতি মামলার আসামি মির্জা আব্বাস

নিজম্ব প্রতিবেদক: বর্তমান ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির
অভিযোগ রয়েছে। এই
মুহূর্তে ১৬টি দুর্নীতি মামলার
আসামি তিনি। এসব মামলার
কার্যক্রম স্থগিত চেয়ে আব্বাস
রিট করলেও উচ্চ আদালত
তা খারিজ করে দেন। কিন্তু
মির্জা আব্বাস ছাড়া অন্যান্য
কয়েকজন আসামির
পক্ষে স্থগিতাদেশ থাকায়
মামলাগুলোর বিচার কাজ
পুরোপুরি বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ,
স্থগিতাদেশ ভ্যাকেট
করাতে (প্রত্যাহার) তেমন
কোনো কার্যকর পদক্ষেপ
নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন
(দুদক)। ঢাকার দুটি বিশেষ জজ
আদালতে আব্বাসের
বিরুদ্ধে বিচারাধীন
দুর্নীতি মামলার নথিপত্র
পর্যালোচনা করে জানা গেছে উল্লেখিত
সব তথ্য।
অনুসন্ধানে জানা গেছে,
দুর্নীতির মামলা ছাড়াও
আব্বাসের
বিরুদ্ধে তিনটি হত্যা মামলা করা হয়েছিল।
কিন্তু এই মামলাগুলোর তদন্ত
শেষে চূড়ান্ত রিপোর্ট দেয়ায়
আব্বাস
মামলা থেকে অব্যাহতি পান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন