নিজম্ব  প্রতিবেদক: আজ সোমবার রাজধানীর
মগবাজার চৌরাস্তা এলাকায়
সড়ক মেরামত ও ফ্লাইওভারের
নির্মাণকাজ
পরিদর্শনকালে সাংবাদিকদের
মন্ত্রী বলেন দু-একদিনের মধ্যে সড়ক মেরামতের কাজ শেষ হবে। 
কিছুসংখ্যক গণমাধ্যম সড়ক-
মহাসড়কের তিন বছরের
পুরোনো ছবি প্রকাশ
করছে বলে তিনি অভিযোগ
করেন। মন্ত্রী বলেন,
‘তারা রাজনৈতিক
উদ্দেশ্যে তিন বছর আগের
রাস্তাঘাটের ছবি দিয়ে নিউজ
করছে। সড়কের খানাখন্দ ও
বেহাল অবস্থার
পুরোনো ছবি প্রকাশ
করে জনগণকে বিভ্রান্ত
করা হচ্ছে। আমি এর প্রতিবাদও
করব না, বিচারও চাইব না,
আল্লাহ তাদের হেদায়েত
করবেন।’
মন্ত্রী বলেন,
যারা কাজে গাফিলতি করবে,
তাত্ক্ষণিকভাবে তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন মহাসড়ক চার
লেনে সম্প্রসারণসহ যেসব
সংস্কারকাজ চলছে, সেসব
মহাসড়কে যান
চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে বল
করেন। আগামী বছর এ
সমস্যা থাকবে না বলে তিনি আ
করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
চার লেনে উন্নীত করার কাজ
যে অংশে শেষ হয়েছে, তা যান
চলাচলের জন্য
খুলে দেওয়া হয়েছে বলে উল্লে
করেন তিনি।
মন্ত্রী বলেন, যাত্রাবাড়ী ও
আশুলিয়ার রাস্তা মেরামতের
কাজ শেষ হয়েছে।
সেখানে যানজট
পরিস্থিতি আগের
চেয়ে উন্নতি হয়েছে।
সোমবার, ২১ জুলাই, ২০১৪
দু-একদিনের মধ্যে সড়ক মেরামত শেষ হবে: যোগাযোগমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন