নিজম্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে জেটিতে হাকারদের
প্রবেশ ও দোকান বসানো নিষেধ
থাকলেও বাস্তব চিত্র তার উল্টো।
কর্তৃপক্ষের উদাসীনতা আর দখলদারদের
কল্যাণে সদরঘাট লঞ্চ টার্মিনালের
জেটি দখল করে দোকান
খুলে ব্যবসা চলছে হরহামেশেই। শুধু
জেটিতে নয় দোকান
বসানো হয়েছে গ্যাংওয়েতেও।
এতে ভোগান্তিতে পড়েছেন লঞ্চ
যাত্রীরা।
আর এ জন্য টার্মিনালের
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের
অবহেলাকেই দায়ী করেছেন
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল
কতৃপক্ষের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক
বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক
খান।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের
কর্মচুরির কারণে উচ্ছেদের পরও
হকাররা বারবার জেটির ওপর দোকান
বসাচ্ছে। উপর মহলের নির্দেশ দেওয়ার
পর সব হকারদের দখল মুক্ত করা হলেও
কর্মচারীদের অবহেলায় আবার
বসেছে হকার।
সদরঘাট টার্মিনালে ভ্রাম্যমাণ
দোকান বসানো ও হকারির ওপর
সরকারি নিষেধাজ্ঞার
ব্যাপাটি স্বীকার করে তিনি বলেন,
আমরা হলাম
সরকারি কর্মকুত্তা (কর্মকর্তা)। এসব
অনিয়মের জন্য উপর মহল আমাদের
গালাগাল দেয়। কিন্তু কর্মচারিদের
দায়িত্ব অবহেলার কারণে দখল
মুক্তরাখা যাচ্ছে না ঘাটের জেটি।
সোমবার, ২১ জুলাই, ২০১৪
ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন