নিজম্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার
ঘটনায় জড়িত
হিসেবে আজমেরী ওসমানসহ ১১
আসামির মধ্যে নয়জনই
বিদেশে পালিয়ে গেছেন।
একজন অন্য মামলায়
কারাগারে আছেন। আরেকজন
আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বা
হাতে নিহত হয়েছেন। র্যাবের
তদন্ত দলের সূত্রে এসব তথ্য
জানা গেছে।
নাগাদ অভিযোগপত্রটি চূড়ান্ত
করে আদালতে জমা দেওয়া হবে,
তা কেউই বলতে পারছে না।
মামলার বাদীপক্ষের
অভিযোগ, ওসমান পরিবার এই
হত্যায় জড়িত থাকায় সরকারের
উচ্চপর্যায় থেকে মামলাটির
কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে।
র্যাবের সহকারী মহাপরিচালক (এডিজি)
জিয়াউল আহসান বলেছিলেন,
শিগগিরই মামলার
অভিযোগপত্র দেওয়া হবে। অবশ্য
এরপর সাড়ে চার মাস পার হলেও
অভিযোগপত্র দেওয়া হয়নি।
র্যাবের সূত্র জানায়,
তদন্তে প্রধান সন্দেহভাজন
হিসেবে ওসমান পরিবারের
সদস্য আজমেরী ওসমানের
সম্পৃক্ততা পাওয়া গেছে।
আজমেরীর বাবা প্রয়াত সাংসদ
নাসিম ওসমান। আর তার দুই
চাচা হলেন বর্তমান সাংসদ
শামীম ওসমান ও সেলিম ওসমান।
তদন্তে পাওয়া তথ্যমতে,
ত্বকী হত্যায় অংশ
নেওয়া বাকি ১০ জন হলেন
রাজীব, কালাম শিকদার, মামুন,
অপু, কাজল, শিপন, জামশেদ
হোসেন, ইউসুফ হোসেন
ওরফে লিটন, সুলতান শওকত
ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন
ওরফে জ্যাকি। র্যাব ও পুলিশের
কাছ থেকে পাওয়া তথ্য
অনুযায়ী, এদের মধ্যে মাদক
মামলায় লিটন
কারাগারে আছেন। আর কালাম
শিকদার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
হাতে ধরা পড়েছিলেন।
র্যাবের সূত্র জানিয়েছে,
তিনি নিহত হয়েছেন এবং তাঁর
লাশ গুম করা হয়েছে।
মামলার প্রধান
আসামি আজমেরী ওসমান এখন
কলকাতায় আছেন।
শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
ত্বকী হত্যার আসামী ৯ জনই এখন বিদেশে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন