সোনালী ডেস্ক: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় প্রধান আসামি নূর হোসেনকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি টিপু মুন্সী।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই নয়াদিল্লি পাঠানো হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, দু’দেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষ হতে কতদিন লাগবে- এমন প্রশ্নের জবাবে সংসদীয় কমিটির সভাপতি বলেন, খুব শিগগিরই আনা হবে। সুনির্দিষ্ট সময় এখনও বলা যাচ্ছে না। বিশেষ বিবেচনায় ভারত এ সিদ্ধান্ত নিয়েছে। তারা নূর হোসেনের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট অর্ডার) চেয়েছিল। পরোয়ানাসহ অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র নয়াদিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ সময় কমিটির সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন, কমিটির সদস্য শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং কামরুন নাহার চৌধুরী।
বুধবার, ২০ আগস্ট, ২০১৪
নূর হোসেনকে ফেরত দেবে ভারত'
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন