নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল
বলেছেন,
সোজা আঙুলে ঘি উঠবে না,
আন্দোলন করে এ
সরকারকে সরাতে হবে।
রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানে আজ
মঙ্গলবার জাতীয় সম্প্রচার
নীতিমালা বাতিলের
দাবিতে বিএনপির
নেতৃত্বাধীন ২০-দলীয়
জোটের সমাবেশে এসব
কথা বলেন মির্জা ফখরুল।
সরকারের বিরুদ্ধে দলের
নেতা-কর্মীদের
ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর
আহ্বানও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, যে লড়াই
চলছে, তা ২০-দলীয় জোটের
ক্ষমতায়
যাওয়া বা খালেদা জিয়াক
লক্ষ্যে নয়, এটা গণতন্ত্র,
স্বাধীনতা ও সার্বভৌমত্ব
রক্ষার লড়াই।
জাতীয় সম্প্রচার
নীতিমালা প্রসঙ্গে মির্জা
বলেন, আওয়ামী লীগ
মুখে গণতন্ত্রের কথা বলে,
কিন্তু কাজে বিশ্বাস
করে না। তাদের কর্মকাণ্ডের
কোনো সমালোচনা যেন
না করা যায়, সে জন্য সম্প্রচার
নীতিমালা করা হয়েছে।
বিচারকদের অভিশংসনের
ক্ষমতা সংসদের
হাতে নিয়ে যাওয়ার কঠোর
সমালোচনা করেন বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এমন সংসদ
যেখানে কোনো জনপ্রতিনি
৫ শতাংশ মানুষও ভোট দেয়নি,
এই সংসদে অভিশংসনের
সিদ্ধান্ত নেওয়া হবে সম্পূর্ণ
আওয়ামী লীগের দলীয়
সিদ্ধান্ত।
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
আন্দোলন করে এ সরকারকে সরাতে হবে: ফকরুল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন