রিগান, বরিশাল প্রতিনিধি:বরিশাল মহানগর
বিএনপি সভাপতি মজিবর রহমান
সরোয়ার গাজায়
ইসরাইলী নৃশংসতার
বিরুদ্ধে সংসদে কোন
আলোচনা না করার
সমালোচনা করেন তিনি।
আজ শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর
অংশ
হিসেবে বরিশালে কালোপতাকা মিছিল করেছে মহানগর ও
জেলা বিএনপিসহ ২০ দলীয় জোট।
এ উপলক্ষে সকাল ১১ টায় দলীয়
কার্যালয়ের সামনে সমাবেশ
অনুষ্ঠিত হয়। সেখানে মহানগর
বিএনপি সভাপতি ও সাবেক
এমপি মজিবর রহমান সরোয়ার এর
সভাপপিত্বে বক্তৃতা করেন
বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চার, সাধারণ সম্পাদক আবুল
কালাম শাহীন,মেহেন্দীগঞ্জ
উপজেলা বিএনপি সভাপতি ও
সাবেক এমপি মেজবাহউদ্দিন
ফরহাদসহ অন্যরা।
শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
বরিশালেও ২০ দলের কালোপতাকা মিছিল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন