মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

ন্যাম ভবনের বাসা ছাড়তে সাত মন্ত্রীকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের
মন্ত্রিসভার সাত সদস্যকে ন্যাম
ভবনের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার
নোটিশ দিয়েছে সংসদ
কমিটি। নবম ও দশম সংসদের বেশ
কয়েকজন
মন্ত্রী একইসঙ্গে মন্ত্রী ও সংসদ
সদস্য হিসেবে বাসা দখল
করে রাখায় নোটিশ
দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সংসদ নেতা ও
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আওয়ামী লীগের
সংসদীয় কমিটির এক
বৈঠকে দশম সংসদের সকল
সদস্যদের আবাসন সমস্যা সমাধান
করতে নির্দেশ দেন।
সংসদ ভবনে সোমবার সংসদ
কমিটির তৃতীয়
বৈঠকে বিষয়টি নিয়ে আলোচন
এ সময় কমিটি নোটিশ দেওয়ার
পরে ফ্ল্যাট না ছাড়াই ক্ষোভ
প্রকাশ করা হয়।
জানা যায়, ন্যাম ভবন-৪ এর ৪০৭
নম্বর ফ্ল্যাট দখলে রেখেছেন
নবম ও দশম সংসদের
নৌপরিবহনমন্ত্রী শাজাহান
খান, একই ভবনের ৭০১ নম্বর ফ্ল্যাট
দখলে রয়েছে যোগাযোগমন্ত্রী ওবায়দুল
কাদেরের, ভূমিমন্ত্রী শামসুর
রহমান শরিফ দখলে রেখেছেন
৪০৩ নম্বর ফ্ল্যাট, ৪০২ নম্বর ফ্ল্যাট
দখলে রেখেছেন স্থানীয়
সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল
ইসলাম, ন্যাম ভবন-৬ এর ৯০৩ নম্বর
ফ্ল্যাট দখলে রেখেছেন
উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম
জ্যাকব, মৎস্য ও
প্রাণিসম্পদমন্ত্রী মো. ছাইদুল
হক, প্রতিমন্ত্রী কর্নেল (অব.)
নজরুল ইসলাম।
আ স ম ফিরোজের
সভাপতিত্বে কমিটির সদস্য
মো. তাজুল ইসলাম চৌধুরী, মো.
আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী,
সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন
বিশ্বাস এবং ফজলে হোসেন
বাদশা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে সংসদ কমিটির
সভাপতি ও চিফ হুইপ
সাংবাদিকদের বলেন, দশম
সংসদে যারা মন্ত্রিত্ব
পেয়েছেন তাঁদের আর সংসদ
সদস্যদের জন্য নির্ধারিত ভবনের
ফ্ল্যাট দেওয়া হবে না এমন
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন