নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার ভাষাসৈনিক আব্দুল
মতিনকে দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায়
রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা
হয়েছে , তিনি স্ট্রোক করেছেন। তাঁর
শরীরের ডান পাশ অবশ
হয়ে গেছে।
আব্দুল মতিনের পারিবারিক ও
রাজনৈতিক ঘনিষ্ঠজন
এবং বিবর্তন সাংস্কৃতিক
কেন্দ্রের সাধারণ সম্পাদক
মফিজুর রহমান, বেশ কয়েক
দিন ধরে বার্ধক্যজনিত
অসুস্থতায় ছিলেন আব্দুল মতিন।
আজ দুপুরে তাঁর স্ট্রোক হয়।
তাঁকে প্রথমে জাতীয় হূদরোগ
ইনস্টিটিউট ও
পরে সিটি হাসপাতালে নিয়ে আসা
হয়। মিটফোর্ড হাসপাতালের
মেডিসিন বিভাগের
সহযোগী অধ্যাপক হারুনুর
রশিদের
তত্ত্বাবধানে বর্তমানে তিন
মফিজুর রহমান বলেন, আব্দুল
মতিন বেশ কয়েক দিন
ধরে স্মৃতিভ্রম সমস্যায় ভুগছেন।
আজ সন্ধ্যা সাতটার দিকে যোগাযোগ
করা হলে চিকিত্সক হারুনুর
রশিদ বলেন,
‘আব্দুল মতিনের ডান পাশ অবশ
হয়ে গেছে।
তিনি এখনো সংজ্ঞাহীন।
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
ভাষাসৈনিক মতিন গুরত্বর অসুস্থ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন