শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

সরকার বিএনপির কার্যালয়কে খাঁচায় রাখতে চায় :রিজভী

নিজম্ব প্রতিবেদক: বিএনপি কার্যালয়কে খাঁচার মধ্যে রাখতে চায় বলে অভিযোগ
করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে তিনি এ অভিযোগ
করেন।
রিজভী বলেন,
আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত অন্যায়
ও নিষ্ঠুরভাবে নেতাকর্মীদের
কার্যালয়ে ঢুকতে বাধা দিচ্ছে।
সরকার পেশি শক্তি ব্যবহার করছে।
তিনি বলেন, সরকারের সকল
অপশক্তি প্রতিহত করতে দেশের
মানুষের সাথে বিএনপির সকল অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত
রয়েছে।
পুলিশ কার্যারয়ে ঢুকতে কেন
বাধা দিচ্ছে সাংবাদিকদের
এমন প্রশ্নের জবাবে বিএনপির এই
যুগ্ম মহাসচিব বলেন,
আমি জানি না।
আপনারা পুলিশের
কাছে জিজ্ঞাসা করেন।
শনিবারের
কালো পতাকা মিছিলের
অনুমতি সম্পর্কে জানতে চাইলে
তিনি বলেন, আমরা অনুমতি চেয়েছি।
তবে লিখিত অনুমতি এখনও দেয়নি।
কালো পতাকা মিছিল সম্পন্ন
করতে সারা দেশে নির্দেশ
দেয়া হয়েছে। সে মোতাবেক
সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন