শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

বাঘ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাঘ নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক
সম্মেলন। রাজধানীর একটি পাঁচ
তারকা হোটেলে এই সম্মেলনের
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
আজ শনিবার রাজধানীর জাতীয়
প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন
এ তথ্য জানানো হয়।
এতে বক্তব্য দেন পরিবেশ ও বনসচিব নজিবুর রহমান। পরিবেশ ও বনসচিব বলেন, বাঘ সংরক্ষণ, বিশ্ব বাঘ উদ্ধার
কর্মসূচি বাস্তবায়ন হালনাগাদ
করাসহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় গ্লোবাল টাইগার স্টক টেকিং শীর্ষক এই
সম্মেলন হচ্ছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন
বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এই
সম্মেলনে ২০টি দেশের প্রায়
১৪০ জন প্রতিনিধি অংশ নেবেন।
নজিবুর রহমান বলেন,
বাংলাদেশের সুন্দরবনে ২০০৪
সালে বাঘ-মার্ক পদ্ধতিতে (বাঘের পায়ের চিহ্ন গণনা ও বিশ্লেষণ) বাঘের
সংখ্যা নিরূপণ করা হয়েছিল।
এতে ৪৪০টি বাঘের কথা উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন