শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

কলাপাড়ায় কলেজছাত্রীকে খুন ও অপহরনের হুমকি

লিটন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ ছাত্রীকে খুন ও
আবারও অপহরণ করার অব্যাহত
হুমকিতে কলেজ ছাত্রী বিথি আক্তারের
কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে।
কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের এ
ছাত্রীকে অপহরণের চেষ্টা করে একই এলাকার চিহ্নিত বখাটে মাইনুল ইসলাম
নান্নু। গত ৯ সেপ্টেম্বর এ অপহরণ
চেষ্টার ঘটনায় কলাপাড়া থানায় কলেজ
কতৃপক্ষ লিখিত অভিযোগ
দায়ের করলেও এখনও গ্রেফতার
হয়নি বখাটে নান্নু।
অভিযোগে জানা যায়, ঘটনার দিন কলেজ
ছাত্রী বিথি কলেজ শেষে বাসায় ফেরার
পথে তাকে মোটরসাইকেলে
তুলে অপহরনের চেষ্টা করে নান্নু। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন
এগিয়ে এসে বিথিকে উদ্ধার
করলেও পালিয়ে যায় নান্নু। এ ঘটনার পর থেকে বিথি চরম আতংকে রয়েছে।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন বিশ্বাস জানান, বিথীর
লেখাপড়া নির্বিঘ্নে করার জন্য ওই বখাটের
বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ বখাটেকে গ্রেফতার
করার আশ্বাস দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন