মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

রাজানীর উত্তরায় ভাই- বোনের ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর
উত্তরা থেকে ভাই-বোনের গলকাটা
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ অ্যাভিনিউ এর ১১ নম্বর বাসার পৃথক দুটি কক্ষ থেকে সোমবার রাত ১২টার
দিকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন, চিরশ্রী জামান
(১৮) ও মো. বিন আলিম (১৫)।
তাদের বাবার নাম আলিমুল হক
ও মায়ের নাম জয়শ্রী জামান।
উত্তরা পশ্চিম থানার
ওসি (তদন্ত) মইনুল কবীর
বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা-বাবার ওপর
অভিমান
করে তারা আত্মহত্যা করে থাক
বলে প্রাথমিকভাবে ধারণা ক
তাদের মৃতদেহ উদ্ধার
করে থানায় আনা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন