নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার মহাসড়কে নসিমন-করিমন, ভটভটিসহ অবৈধ সকল প্রকার যান চলাচল ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
দিয়েছেন হাইকোর্ট।
জেলাগুলো হলো- বরিশাল,
ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও
খুলনা। আগামী দুই সপ্তাহের মধ্যে এ
আদেশ বাস্তবায়নের
বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ
সুপারকে আদালতে অগ্রগতি প্রতিবেদন
দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও
বিচারপতি খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার জনস্বার্থে করা এক
রিটের শুনানি নিয়ে এ আদেশ
দেন। এছাড়া একই বিষয়ে আদালত
রুলও জারি করেন।
রুলে মহাসড়কে যান চলাচলের
অনুমতির ক্ষেত্রে 'মোটর
ভিক্যাল অর্ডিন্যান্স'-এর
বিধান অনুসরণ করা এবং এসব
মহাসড়কে এ ধরনের যান চলাচল
বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব,
যোগাযোগ সচিব, পুলিশের
মহাপরিদর্শক, পুলিশের উপ-
মহাপরিদর্শক (মহাসড়ক), বিআরটিএর
চেয়ারম্যান, সংশ্লিষ্ট পাঁচ
জেলার প্রশাসকসহ ২০ জনকে এ
রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
দক্ষিণাঞ্চলের মহাসড়কে নসিমন-ভটভটি চলাচল বন্ধের নির্দেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন