মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

ফিটনেসবিহীন কোন লঞ্চ নৌ-পথে চলাচল করে না : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:নৌ-পথে ফিটনেসবিহীন
কোনো লঞ্চ চলাচল করতে দেয়া হবে না বললেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন।
এ বছরের জুলাই পর্যন্ত ১০ হাজার ১৪৩টি রেজিস্ট্রেশন নৌযান রয়েছে।
তিনি বলেন, যদি এর বাইরে লঞ্চ মালিকগণ কর্তৃপক্ষের অগোচরে ফিটনেসবিহীন লঞ্চ পরিচালনা করে থাকতে পার তবে এ ধরণের ফিটনেসবিহীন
লঞ্চের তথ্য পাওয়া গেলে তাৎক্ষনিকভাব
ব্যবস্থা নেয়া হবে।’
সোমবার দশম জাতীয় সংসদে তৃতীয়
অধিবেশেনে লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য
জানান। নৌমন্ত্রী জানান,
“ফিটনেসবিহীন লঞ্চে যাত্রী পরিবহনরোধে বিষেশ ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য
বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই টিম
ঢাকা নদী বন্দরের টার্মিনালে অধিক যাত্রীবহন রোধে এবং লঞ্চে জীবন
রক্ষাকারী সরাঞ্জামাদিসহ সার্ভে অনুযায়ী মাস্টার ও ড্রাইভার যথাযথ আছে কি না তা নিশ্চিত করে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন