সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

বাড়ি রক্ষার সঙ্গে বইয়ের কোন সম্পর্ক নেই: মওদুদ

নিজস্ব প্রদিবেদক: বাড়ি রক্ষার সাথে বইয়ের কোন সম্পর্ক নেই এবং সরকারকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বই লেখা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
সুপ্রিমকোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার
দুপুরে তিনি এসব কথা বলেন। দলের বিরুদ্ধে নয়, বরং ভুল ত্রুটি সংশোধনীর জন্য বই রচনা করেছি মন্তব্যে করে মওদুদ
আহমদ বলেন, আমি আশা করি এসব
ভুল- ত্রুটি শুধরে নিলে পরবর্তী কালে দল
ক্ষমতায় যেতে পারবে। বইটি বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য।
মওদুদ আহমদ বলেন, ‘আমার বইয়ের মূল
প্রতিপাদ্য বিষয় হল- ২০০৮ সালের
নির্বাচন নিয়ে। সেখানে আমি উল্লেখ
করেছি কিভাবে ফখরুদ্দিন- মঈনুদ্দিন সরকার বিএনপির উপর নির্যাতন চালিয়েছে। আমি ভেবেছিলাম আমার
লেখা বই পড়ে দলের লোকজন
অনুপ্রাণিত করবে। আমাকে অভিনন্দন জানাবে। অন্যদিকে সরকার অসন্তুষ্ট হবে।
কিন্তু তা হয়নি। তাই আমি বলব
পুরো বইটি পড়ার জন্য।
নিজ বাড়ি রক্ষার জন্যই মওদুদ আহমদ
এ বই লিখেছেন রিজভীর এমন
বক্তব্যের বিরোধীতা করে তিনি বলেন,
বাড়ি এবং বই লেখা এক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন