সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

বরিশালের গৌরনদীতে প্রতি পক্ষের হামলায় খেলোয়ার আহত

রিগান বরিশাল প্রতিনিধি: বরিশালের
গৌরনদী উপজেলার টরকী বন্দরে ফুটবল
খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অর্তিকত
হামলায় অন্তত ১১ জন খেলোয়াড় আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রানু
স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় খেলা গতকাল রোববার বিকেলে স্কুল
মাঠে শুরু হয়। খেলায় টরকী বন্দর
তরুন সংঘ বনাম গোল্ডেন টাইগার কসবা একাদশের খেলা সমাপ্তির পূর্বেইগোল্ডেন টাইগার কসবা একাদশের খেলোয়ার
আরিফের সাথে টরকী বন্দর তরুন
সংঘের খেলোয়ার ইকরাম হোসেনের ফাউল নিয়ে বাকবিতান্ডা হয় । রানু
স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি সুজন হাওলাদার জানান,
বাকতিতান্ডা এক পর্যায়ে গোল্ডেন টাইগার
কসবা একাদশের  ও সমর্থকরা অতর্কিত
ভাবে টরকী বন্দর তরুন সংঘের
খেলোয়ার দিপু দাস, হৃদয় মুন্সি,
অন্তু, ইকরাম হোসেন, ইমরান
হোসেন, তুহিন, সজিব, বেলায়েত হোসেন, আশ্রাফুল ইসলাম, পলাশকে হামলা চালিয়ে গুরুত আহত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন