নিজস্ব প্রতিবেদক: বাএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদে নিজের
বাড়ি রক্ষায় বিএনপির চেয়ারপারসন সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে নয়াপল্টনে দলের
কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদের ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড
দি আফটারম্যাথ: ২০০৭-০৮’ প্রকাশিত বইটি নিয়ে এক প্রতিক্রিয়ায় রিজভী বলেন,
ব্যক্তিগত স্বার্থে তিনি রঙ বদলান।
মওদুদ আহমদ তার বইয়ে লিখেছেন,
রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন
অথবা লাখ লাখ মানুষের নেত্রীর চেয়েও একজন মা হিসেবে খালেদা জিয়া তার
নিজের ভাগ্য অপেক্ষা তার ছেলেদের মুক্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি তাদের মুক্তি ও
চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চেয়েছিলেন। তার এ দুর্বলতার কথা জানা থাকায় সামরিক মধ্যস্থতাকারীরা কঠোর দর
কষাকষিতে লিপ্ত হন। ছায়া সামরিক সরকারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার সমঝোতা প্রক্রিয়া প্রসঙ্গে মওদুদ আহমদ লিখেছেন, প্রচণ্ড
আত্মবিশ্বাসের সঙ্গে খালেদা জিয়া তার
মাথা উঁচু করে রেখেছিলেন।
হাঁটুতে তার গুরুতররসমস্যা থাকলেও তিনি দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান
করেন। তিনি দেশেই চিকিৎসা নিতে চেয়েছিলেন। যে কোন ধরনের প্যারোলেও
অনিচ্ছুক ছিলেন তিনি। খালেদা জিয়ার
বিরুদ্ধে চারটি দুর্নীতির মামলা ছিল। কিন্তু তার কোনটিতেই বিচারকাজ শুরু
হয়নি। সে কারণে খালেদা জিয়া আশা করেছিলেন যথাযথ আইনি প্রক্রিয়াতেই
তিনি মুক্তি পাবেন।
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
নিজের বাড়ি রক্ষায় মওদুদ এসব কথা বলছেন:রিজভী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন