নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জুড়াইন রেললাইন বাজার খুবই ঝুঁকুপুর্ন অবস্থায় আছে। এখানকার এক বাসিন্দা জানান, এই লাইন দিয়া প্রতিদিন ৩২বার ঢাকা-নারায়ণগঞ্জের ট্রেন আসা- যাওয়া করে। প্রতিবছর এই লাইনে ট্রেনে কাটা পইড়া বহু লোক মারা যায়। দুর্ঘটনার বড়
কারণ হইলো রেললাইনের পাশে
এই বাজার । রেললাইনটার
ওপরেন ও পাশে বাজার বসার কারণে এবং এর আশেপাশের জায়গায় সারি সারি দোকান ওঠানোর কারণে রেললাইন
ছাড়া মানুষের হাঁটার জায়গাও আর নাই।
দোকানগুলো এমনভাবে বসানো দোকান পরে একটা বের হবার জায়গা পাওয়া যায়। ট্রেন এলে দোকানদাররা নিজেরাও
সরার জায়গা পায় না। যে যেমনে পারে
দৌড়াইয়া নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে। যতদিন পর্যন্ত এই দোকানগুলো সরানো না যাইবো ততদিন রেললাইনটা ঝুঁকির মধ্যেই থাকবো।
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
জুরাইন রেললাইন বাজার খুবই ঝুঁকিপূর্ন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন