নিজস্ব প্রতিবেদক: ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন
পরীক্ষার্থীকে আটক
করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক তিন পরীক্ষার্থীর
মোবাইলে এসএমএসের
মাধ্যমে উত্তর দেওয়ার প্রমাণ
পাওয়া গেছে।
শুক্রবার বিকেল ৪টা ২০
মিনিটে পরীক্ষা চলাকালীন
সময়ে জবি ক্যাম্পাস কেন্দ্র
থেকে দু’জন ও মোহাম্মদপুর স্কুল
অ্যান্ড কলেজ
থেকে একজনকে আটক করা হয়।
জবি প্রক্টর অফিস
সূত্রে জানা যায়,
পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ম
ব্যবহার করায় জাহিদ হাসান
বাপ্পী (রোল- 1174646) ও ইমরান
হোসেনকে (রোল: 117622)
বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ৭১২
এবং ৩১৬/এ নম্বর কক্ষ
থেকে এবং মাসুদ
রানাকে (রোল: 1172953)
মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ
থেকে আটক করা হয়।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন